Posts

Showing posts with the label [১] গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরব আমিরাতে কুলাউড়ার যুবকের মৃত্যু

[১] গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরব আমিরাতে কুলাউড়ার যুবকের মৃত্যু

Image
স্বপন দেব: [২] আগুন লেগে কুলাউড়ার মাহবুব আলম আলফু (২৮) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। [৩] তিনি জেলার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্রিউলি গ্রামের মহব উল্ল্যার ছেলে। নিহত মাহবুব আলম আলফুর বন্ধু সৈয়দ আবুল হাসান জানান, প্রায় দুই বছর আগে ছুটি কাটিয়ে আলফু সংযুক্ত আরব আমিরাতের সারজায় আসেন। তিনি প্রায় আট বছর থেকে প্রবাসে বসবাস করছেন। [৪] গত সোমবার (২৪ মে) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে অগ্নিদগ্ধ হন তিনি। [৫] পরে সারজার হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ রোববার (৩০ মে) স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মাহবুব আলম আলফুর মৃত্যুর খবরে পরিবারে এবং বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।   The post [১] গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরব আমিরাতে কুলাউড়ার যুবকের মৃত্যু appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .