[১] গোলাপ শুধু সৌন্দর্যের প্রতিক নয়, রয়েছে স্বাস্থ্য উপকারীতাও
হ্যাপি আক্তার: বিশেষ দিন হোক কিংবা কোনও অনুষ্ঠান এক মুঠো ‘গোলাপ’ এর তুলনা অন্য কিছুর সঙ্গে তুলনা করা যায় না। ভালবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে গোলাপ। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা সবার উপরে। লাল, হলুদ, সাদা, গোলাপি বিভিন্ন রঙের সঙ্গেই বদলে যায় গোলাপের ভাষা, আবেদন। গোলাপ যে শুধুই ভালোবাসার প্রতিক এটি ঠিক নয়, গোলাপেও রয়েছে স্বাস্থ্য উপকারীতা। [৩] ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে গোলাপের পাপড়িতে বিদ্যমান যৌগ মেটাবলিজমকে উন্নত করে এবং দেহের বিষ দূর করে যা ওজন কমাতে খুবই কার্যকরী। এক মুঠ গোলাপ পাপড়ী সেবনে সেন্সকে উন্নত করবে এবং আপনাকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খাবার গ্রহণ থেকে দূরে রাখবে। যা প্রাকৃতিকভাবে ওজন কমাতে সাহায্য করবে। [৪] টিপস এক গ্লাস গরম জলেতে ১০-১৫টি গোলাপের পাপড়ি ছেড়ে দিন এবং অপেক্ষা করুন যতক্ষন পর্যন্ত পানি গোলাপি রং ধারন না করে। এর মধ্যে আপনি সামান্য পরিমাণ মধু এবং এক চিমটি দারুচিনি গুড়া মিশিয়ে নিন। এই জলপান করুন প্রতিদিন সকালে যা আপনার দেহের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করবে। [৫] মানসিক চাপ এবং হতাশা দূর করে হতাশা এবং মানসিক চাপ সাধারণত আসে অনিদ্রা এবং বিশ্রামহীনতার অ...