[১] গোপনে ইসরায়েল সফরে গিয়েছেন ইমরান খানের সাবেক এক সহকর্মী
নুরে অলম: [২] তবে এ খবর অস্বীকার করেছেন ইমরান খানের সাবেক বিশেষ সহকারী সাইয়েদ জুলফি বুখারি। দ্য ডন [৩] ইসরায়েল হায়মের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে বসবাসরত বুখারি তার ব্রিটিশ পাসপোর্টের সুযোগ নিয়ে গত নভেম্বরের শেষ সপ্তাহে বেন গুরিয়ান বিমানবন্দরে যান। এ সময় পাকিস্তানের পক্ষ থেকে একটি বার্তা তিনি ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠান। পাশাপাশি পাকিস্তান সেনাপ্রধানের আলাদা একটি বার্তা তৎকালীন মোসাদ প্রধানের কাছেও দেওয়া হয়। হিন্দুস্থান টাইমস [৪] প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাজ্যে বসবাসকারী বুখারি ইসলামাবাদ থেকে বিমানে ইসরায়েলে এসেছিলেন। তিনি তেল-আবিবেও গিয়েছিলেন। আরব দেশগুলোর চাপে পাকিস্তান-ইসরাইলের মধ্যে ওই বৈঠক হয়েছিল। কিন্তু বুখারি বিষয়টি অস্বীকার করেছেন। [৫] প্রসঙ্গত, ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে কয়েকটি আরব রাষ্ট্র বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করছে। ২০২০ সালের ডিসেম্বরে ইসরাইলি গণমাধ্যমে উল্লেখ করা হয়েছিলো মুসলিম অধ্যুষিত একটি দেশ থেকে একজন সিনিয়র পরামর্শদাতা ইসরায়েলে গোপন বৈঠকে এসেছেন। কিন্তু দু’দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। ...