[১] গোপালগঞ্জ করোনার সংক্রমনে লকডাউন দিয়েও রোধ করতে পারছে না প্রশাসণ
আসাদুজ্জামান বাবুল: [২] দেশব্যপী ৭দিনের কঠোর লকডাউনের প্রথমদিন আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ থেকে দুরপাল্লার কোন পরিবহন ছাড়েনি। অভ্যান্তরীন ৫টি রুটেও পরিবহন চলাচল বন্ধ রয়েছে। তবে, সকাল ৬ টা থেকে শহরে কিছু কিছু রিকসা- ভ্যান- অটো- মাহেন্দ্রছাড়াও ইট-বালু ভতি কিছু কিছু ট্রাক ও ট্রলি চলাচল করেছে। যাহা বেলা বাড়ার সাথে সাথে আর চোখে পড়েনি। [৩] চাপাইল সেতুর গোড়ায়, সিও অফিস ঘাট, উপজেলার সামনে, হাসপাতালের সামনে, পাচুড়িয়া বাজার, বড় বাজার এলাকা, গেটপাড়া, বেদগ্রাম, পুলিশ লাইন মোড়, মান্দারতলা, ঘোনাপাড়া মোড়সহ কমপক্ষে ২০ থেকে ২৫টি গুরুত্বপুন জায়গায় দোকানপাট খোলা দেখা গেছে। তবে, দোকানপাট খোলেনি মুল শহরের চৌরঙ্গিঁ, মোসলেম প্লাজা, কেরামত প্লাজা, স্বনপট্রি, পোস্ট মোড়, বিনাপানি মোড়, কালিবাড়ী মোড়, থিয়েটার রোড়সহ বেশ কয়েকটি জায়গায়। [৪] তবে, চোরাই পথে দোকান খুলে বেচাকেনা করছে শাড়ীকাপড় ও জুতা স্যান্ডেল ব্যবসায়ীরা।অন্যান্যদিনের চেয়ে আজ মানুষের চলাচল খুব বেশি চোখে পড়েনি,শহরের সকল গুরুত্বপুর্ন স্থানগুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হলেও একমাত্র হাসপাতালের সামনে ও পুরাতন লঞ্চঘাট এলাকায় ৩/৪জন পুলিশকে টহল দিতে দেখা গ...