Posts

Showing posts with the label [১] গাজার যুদ্ধবিরতি পরিপূর্ণভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘ

[১] গাজার যুদ্ধবিরতি পরিপূর্ণভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে জাতিসংঘ

Image
ওয়ালিউল্লাহ সিরাজ: [২] শনিবার জাতিংঘের নিরাপত্তা কাউন্সিলের ১৫ সদস্যের অনুমোদিত এক বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনি নাগরিক বিশেষ করে গাজার নাগরিকদের মানবিক সহায়তার ওপর গুরুত্ব দিতে হবে। [৩] বিবৃতিতে  বলা হয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিন এই দুইটি রাষ্ট্রই গণতন্ত্রকামি। আমরা আশা করছি তারা নিজেদের সীমান্তে শান্তি বজায় রাখবে। [৪] জাতিসংঘ বলেছে, সর্বশেষ এই যুদ্ধে ৮০ হাজারের মতো মানুষ স্থানচ্যুত হয়েছে। [৫] হামাস মিডিয়া দাবি করেছে, ইসরায়েলি রকেট বেছে বেছে টার্গেট করে শিল্প-কারখানায় হামলা চানিয়েছে। সব কিছু মিলিয়ে গত ১১ দিনে প্যালেস্টাইনের ক্ষতি আনুমানিক ৬২ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বিধ্বস্ত দেশের বিদ্যুৎ পরিকাঠামোও। এখানে শেষ নয়, এর সঙ্গে যোগ হবে আরও ২৭ মিলিয়ন মার্কিন ডলার। এই ক্ষতি দেশের কৃষিক্ষেত্রে। [৬] ইসরায়েলি হামলায় গাজায় ৬৬ শিশুসহ ২৪৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১৯শ মানুষ। আর ইসরায়েলে মারা গেছেন ১২জন।