Posts

Showing posts with the label [১] খালেদা জিয়া ও রওশন এরশাদের ঈদ কাটলো হাসপাতালে

[১] খালেদা জিয়া ও রওশন এরশাদের ঈদ কাটলো হাসপাতালে

Image
শাহীন খন্দকার:[২]সাবেকে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবার ঈদের দিনে হাসপাতালে চিকিৎসাধীন। ফলে ঈদের দিনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের কোনও কর্মসূচি নেই। [৩]কোভিড পরবর্তী জটিলতায় চিকিৎসা নিতে গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ইতোমধ্যে তিনি কোভিড নেগেটিভ হলেও বেশকিছু জটিলতার কারণে ৩ মে থেকে তিনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন। ফলে এবারের ঈদে তিনি হাসপাতালে থাকছেন। [৪] এদিকে, ১ মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। দলীয় সূত্রে জানা যায়, তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন। তার শারীরিক অবস্থা ১ মে এর তুলনায় ভালো হলেও ঈদের দিনে তাকে হাসপাতালে কাটাতে হবে। [৫] কোভিড সংক্রমণের কারণে এ বছর কোনও ধরনের রাজনৈতিক কর্মসূচি নেই। তার ওপর দল দুটির শীর্ষ দুই নেত্রী হাসপাতালে থাকায় নেতাকর্মীদের মধ্যে ঈদের বাড়তি উদযাপনের কোনও উদ্যোগ দেখা যায়নি। [৬]ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে তার ভাই শামীম ইস্কান্দার ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দেখা করতে যাওয়ার কথা। এরপর দল...