[১] ক্লাবের ১৩৭ বছরের ইতিহাসে প্রথমবার মতো এফএ কাপ জিতলো লেস্টার সিটি
স্পোর্টস ডেস্ক : [২] স্বপ্ন পূরণের খুব কাছে গিয়ে আবারও হতাশা নিয়ে ফেরার শঙ্কা জেগেছিলো লেস্টার সিটির। শেষ পর্যন্ত ভিএআরের সিদ্ধান্তে চেলসি গোল না পেলে প্রথমবারের মতো এফএ কাপের মুকুট জয় করে ২০১৫-১৬ মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। [৩] শনিবার (১৫মে) ওয়েম্বলি স্টেডিয়ামে চেলসিকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় লেস্টার। ম্যাচের ৬৩ মিনিটে একমাত্র গোলটি করেন টিলেমানস। প্রায় ৩০ গজ দূর থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন বেলজিয়ান মিডফিল্ডার। [৪] এর আগে চারবার প্রতিযোগিতাটির ফাইনালে উঠেও কখনো শিরোপায় হাতে নিতে পারেনি। সবশেষ ফাইনালে উঠেছিল সেই ১৯৬৯ সালে। অবশেষে তাদের অপেক্ষা ফুরোল। শেষ দিকে অবশ্য চেলসি গোলের আনন্দে মেতেছিল। ৮৮ মিনিটে লেস্টারের ওয়েস মর্গ্যান আত্মঘাতী গোল করে বসেন। তবে গোলটি ভিএআরে বাতিল হয় চেলসির এক খেলোয়াড় অফসাইডে থাকায়। সুবাদে নিজেদের ১৩৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ঐতিহাসিক ট্রফিটি জিতে নেয় লেস্টার। -গোল ডটকম/ দ্য সান