Posts

Showing posts with the label [১] ক্রিশ্চিয়ানো রোনালদোর ১০৯ গোলের বিশ্ব রেকর্ড

[১] ক্রিশ্চিয়ানো রোনালদোর ১০৯ গোলের বিশ্ব রেকর্ড

Image
স্পোর্টস ডেস্ক : [২] প্রতিবারই দুর্দান্ত পারফর্ম করে ইউরো কাপে নিজেকে মেলে ধরেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সেই সঙ্গে রেকর্ডেরও মালা গেঁথে চলেন এই ফুটবলার। বুধবার (২৩ জুন) ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি থেকে জোড়া গোল করে স্পর্শ করলেন আলি দাইকে। ইরানি এই ফুটবলারের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ড এখন রোনালদোর। [৩] আলি দাই ১৯৯৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে গোল করেন ১০৯টি। রোনালদো এবার তাকে ছুঁয়ে অপেক্ষায় ছাড়িয়ে যাওয়ার। শুধু আলি দাইয়ের রেকর্ড ছোঁয়াই নয়, প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ২০ গোল করলেন রোনালদো। এবারের আসরে তার মোট গোল হলো পাঁচটি, ইউরোর ইতিহাসে রেকর্ড ১৪টি। [৪] এতদিন ইউরো ও বিশ্বকাপ মিলে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিল জার্মানির সাবেক স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার। রোনালদোর জোড়া গোলে এদিন ফ্রান্সের সঙ্গে ২-২ ড্র করে পর্তুগাল।- গোল ডটকম/ দেশরূপান্তর The post [১] ক্রিশ্চিয়ানো রোনালদোর ১০৯ গোলের বিশ্ব রেকর্ড appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .