[১] ক্রিশ্চিয়ানো রোনালদোর আরেকটি অনন্য কীর্তি
স্পোর্টস ডেস্ক : [২] আরেকটি ‘প্রথমের’ জন্ম দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথম ফুটবলার হিসেবে ইংল্যান্ড, স্পেন ও ইতালির শীর্ষ লিগে আসরে সর্বোচ্চ গোলদাতা হলেন পর্তুগিজ ফরোয়ার্ড। [৩] ইতালির সেরি আয় রোববার (২৩ মে) শেষ রাউন্ডে বেলোনিয়ার মাঠে ৪-১ গোলে জুভেন্টাসের জয়ের ম্যাচে রোনালদোকে বিশ্রামে রাখেন কোচ আন্দ্রেয়া পিরলো। তবে ৩৩ ম্যাচে ২৯ গোল করে গোলদাতার তালিকায় আগেই সবার ধরাছোঁয়ার বাইরে চলে যান পর্তুগিজ তারকা। দ্বিতীয় সর্বোচ্চ ২৪টি গোল করেন চ্যাম্পিয়ন ইন্টার মিলানের রোমেলু লুকাকু। এর আগে ইংলিশ প্রিমিয়ার লিগে একবার ও স্পেনের লা লিগায় চারবার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। [৪] জুভেন্টাসে এটি রোনালদোর তৃতীয় মৌসুম। ২০১৮-১৯ অভিষেক মৌসুমে লিগে ২১ গোল করে তিনি ছিলেন তালিকার চার নম্বরে। সেবার সর্বোচ্চ গোলদাতা সাম্পদোরিয়ার ফাবিও কুয়াইয়েরেল্লার থেকে পিছিয়ে ছিলেন পাঁচ গোল। পরের মৌসুমে লিগে রোনালদো জালের দেখা পান ৩১ বার। তবে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জেতেন লাৎসিওর চিরো ইম্মোবিলে। ৩৬ গোল করে তিনি স্পর্শ করেন সেরি আয় এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড। [৫] জুভেন্টাসের হয়ে সেরি আয় সব মিলিয়ে ৯৭ ম্যাচে রো...