Posts

Showing posts with the label [১] ক্রিকেটারদের মতো জাতীয় দলের ফুটবলাররাও বেতনের আওতায় আসছেন

[১] ক্রিকেটারদের মতো জাতীয় দলের ফুটবলাররাও বেতনের আওতায় আসছেন

Image
স্পোর্টস ডেস্ক : [২] ক্রিকেট বোর্ডের মতো জাতীয় দলের ফুটবলারদের বেতনের আওতায় আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তিনটি গ্রেডের মাধ্যমে খেলোয়াড়দের এই অর্থ প্রদান করা হবে বলে জানিয়েছেন সভাপতি কাজী মো. সালাউদ্দিন। [৩] বাফুফে কার্যালয়ে ফুটবলার আশরাফুল ইসলাম রানা, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, মাহবুবুর আলম সুফিল ও টুটুল হোসেন বাদশাহর সঙ্গে বৈঠক করেছেন সালাউদ্দিন। ইনজুরির কারণে বিশ্বকাপ ও এশিয়ান বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতার সফর করতে পারেননি জাতীয় দলের এই পাঁচ ফুটবলার। [৪] বৈঠক শেষে ফুটবল ফেডারেশন প্রধান বলেন, যাদের ডেকেছিলাম জাতীয় দলে তারা আমার প্রধান খেলোয়াড়। কয়েকদিন ধরে আমি চিন্তা করেছি জাতীয় দলে যারা খেলেন তাদের জন্য একটা অর্থ বরাদ্দ করবো। যাতে তাদের আগ্রহ বাড়ে। ক্লাব থেকে যারা যেটা পায় পাক। একটা অ্যামাউন্ট আমরা তাদের দিবো। [৫] তাহলে মোট কয়জন পাচ্ছেন ফুটবলার এই বেতনের আওয়তায় থাকছেন? জবাবে কাজী সালাউদ্দিন বলেন, ৩০ খেলোয়াড়ের একটা তালিকা থাকবে। দুই গোলরক্ষকসহ ১৫ জন খেলোয়াড় পাবেন এক রকম অর্থ। তার পরের ১০জন আরেক রকম বেতন। শেষ পাঁচজন পাবেন আরেক রকম বেতনের আওতায় পড়বে। খারাপ খেললে এই তালিকায় ...