Posts

Showing posts with the label [১] কোপা আমেরিকা: মাঠে নামতে না নামতেই উরুগুয়ের জালে আর্জেন্টিনার গোল

[১] কোপা আমেরিকা: মাঠে নামতে না নামতেই উরুগুয়ের জালে আর্জেন্টিনার গোল

Image
মারুফ হাসান : [২] দিনের হাই ভোল্টেজ ম্যাচ আর্জেন্টিনা বনাম উরুগুয়ে বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয়েছে। [৩] খেলার ১৩ মিনিটের মাথায় প্রথম গোল পায় আর্জেন্টিনা, চমৎকার গোলটি করেন রড্রিগুয়েজ। [৪] ডি পল কর্নার কিক করে বল দেন মেসিকে, যাদুকর ফুটবলার নিখুঁত মাপে গোলপোস্টের ডান দিকে তাক করে বল বাড়িয়ে দেন, মুহূর্তে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান রড্রিগুয়েজ। সম্পাদনা : সালেহ্ বিপ্লব The post [১] কোপা আমেরিকা: মাঠে নামতে না নামতেই উরুগুয়ের জালে আর্জেন্টিনার গোল appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .