[১] কোপা আমেরিকা শুরুর আগে ভেনেজুয়েলা দলে ১২ জন কোভিড আক্রান্ত
স্পোর্টস ডেস্ক : [২] খেলোয়াড়সহ দলটির ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় সোমবার রাত ৩টায় স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে ভেনেজুয়েলা। এর আগের দিন এক বিবৃতিতে দলটির খেলোয়াড় ও সাপোর্ট স্টাফসহ ১২ জনের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানায় ব্রাসিলিয়ার স্বাস্থ্য বিভাগ, যে শহরে ম্যাচটি হবে। [৩] বিবৃতিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে কোনো উপসর্গ দেখা যাচ্ছে না এবং সবাইকে আলাদা হোটেল রুমে আইসোলেশনে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কনমেবল তাদের দেখভাল করছে। – রিওটাইমস The post [১] কোপা আমেরিকা শুরুর আগে ভেনেজুয়েলা দলে ১২ জন কোভিড আক্রান্ত appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .