[১] কোচ হিসাবে রোনাল্ড কোম্যান ২০২৩ পর্যন্ত বার্সেলোনাতে থাকবেন
স্পোর্টস ডেস্ক : [২] স্পেনের সংবাদমাধ্যম বলছে, বার্সেলোনার লক্ষ্য অর্জনে ২০২৩ সাল পর্যন্ত এই ডাচ কোচকেই রেখে দিচ্ছে তারা। গত মৌসুমে বার্সেলোনার কোচ হিসেবে কিকে সেতিয়েনের স্থলাভিষিক্ত হন কোম্যান। সদ্য সমাপ্ত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও লা লিগায় হতাশ করে বার্সা। তাই কোম্যানের ভবিষ্যৎ নিয়ে ছিল গুঞ্জন। [৩] বার্সা সভাপতি হোয়ান লাপোর্তা অবশ্য এ সপ্তাহের শুরুতে কোম্যানের বার্সায় থেকে যাওয়ার বিষয়ে ইঙ্গিত দেন। বৃহস্পতিবার (৩ জুন) ক্যাম্প ন্যুর অফিসে বার্সেলোনা বোর্ড অব ডিরেক্টরস ও কোম্যান, দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। কোম্যানের সঙ্গে বার্সার চুক্তি ২০২২ সাল পর্যন্ত হলেও সেটি আরো এক বছর বাড়ছে বলে জানিয়েছে স্প্যানিশ পত্রিকা দ্য মার্কা। মার্কা/ গোলডটকম The post [১] কোচ হিসাবে রোনাল্ড কোম্যান ২০২৩ পর্যন্ত বার্সেলোনাতে থাকবেন appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .