Posts

Showing posts with the label [১] কোপা আমেরিকা: পেরুর বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে স্বাগতিক ব্রাজিল

[১] কোপা আমেরিকা: পেরুর বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে স্বাগতিক ব্রাজিল

Image
স্পোর্টস ডেস্ক: [২] কোপা আমেরিকায় ‘বি গ্রুপে’ পেরুর বিপক্ষে খেলার ১২ মিনিটের মাথায় অ্যালেক্স সান্দ্রোর গোলে এগিয়ে  স্বাগতিক ব্রাজিল। দ্বিতীয়ার্ধে, খেলার ৬৮ মিনিটে  নেইমারের গোলে ব্যবধান বাড়ে। এরপর ৮৯ মিনিটে ব্যবধান আরো বাড়ান রিবেরিও। [৩] গতবার দুটি দল ফাইনালেও খেললেও ‘এ’ গ্রুপে কাগজে-কলমে শক্তিশালী দল নেইমাররাই। ২০ বারের মুখোমুখি লড়াইয়ে তারা এগিয়ে ১৪-৩ ব্যবধানে। এর মাঝে ড্র তিনটি। গতবারের ফাইনালেও তারা হেরেছে ৩-১ গোলে। স্বাভাবিকভাবে এই ম্যাচেও ছন্দ ধরে রাখতে চাইবে তিতের দল। [৪] তবে কাতার বিশ্বকাপ উপলক্ষে এই টুর্নামেন্টে কিছু পরীক্ষা-নিরীক্ষা চালানোর ইঙ্গিত দিয়েছেন তিতে। ব্রাজিল কোচ বলেছেন, এই ম্যাচেও আদর্শ স্ট্রাইকারের খোঁজে থাকবেন তিনি। [৫] অপর দিকে প্রথম ম্যাচ খেলতে নামা পেরু শিবিরে হানা দিয়েছে করোনা। সোমবার করোনায় আক্রান্ত হয়েছেন ফিটনেস কোচ নেস্তর বোনিল্লো। তিনি অবশ্য ব্রাজিল সফর করেননি। এর পরেও করোনা-শঙ্কা নিয়ে পেরু প্রথম অনুশীলন করেছে ব্রাজিলে। The post [১] কোপা আমেরিকা: পেরুর বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে স্বাগতিক ব্রাজিল appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.C...