Posts

Showing posts with the label [১] কোপা আমেরিকা: পেরুকে ৪-০ গোলে হারিয়েছে স্বাগতিক ব্রাজিল

[১] কোপা আমেরিকা: পেরুকে ৪-০ গোলে হারিয়েছে স্বাগতিক ব্রাজিল

Image
সালেহ্ বিপ্লব: [২]  ‘বি গ্রুপের’এই খেলা শুরুর ১২ মিনিটের মাথায় অ্যালেক্স সান্দ্রোর গোলে এগিয়ে যায় স্বাগতিক ব্রাজিল। প্রথমার্ধ শেষ হয় এই ব্যবধান রেখেই। সনি টিভি, গোল ডটকম [২] দ্বিতীয়ার্ধে, খেলার ৬৮ মিনিটে  নেইমারের গোলে ব্যবধান বাড়ে। এরপর ৮৯ মিনিটে ব্যবধান আরো বাড়ান রিবেরিও। শেষ গোলটি আসে  রিচার্লিসনের পা থেকে, ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে। [৪] গতবার দুটি দল ফাইনালেও খেললেও ‘এ’ গ্রুপে কাগজে-কলমে শক্তিশালী দল নেইমাররাই। ২০ বারের মুখোমুখি লড়াইয়ে তারা এগিয়ে ১৪-৩ ব্যবধানে। এর মাঝে ড্র তিনটি। গতবারের ফাইনালেও তারা হেরেছে ৩-১ গোলে। স্বাভাবিকভাবে এই ম্যাচেও ছন্দ ধরে রাখতে চাইবে তিতের দল। [৫] তবে কাতার বিশ্বকাপ উপলক্ষে এই টুর্নামেন্টে কিছু পরীক্ষা-নিরীক্ষা চালানোর ইঙ্গিত দিয়েছেন তিতে। ব্রাজিল কোচ বলেছেন, এই ম্যাচেও আদর্শ স্ট্রাইকারের খোঁজে থাকবেন তিনি। [৬] অপর দিকে প্রথম ম্যাচ খেলতে নামা পেরু শিবিরে হানা দিয়েছে করোনা। সোমবার করোনায় আক্রান্ত হয়েছেন ফিটনেস কোচ নেস্তর বোনিল্লো। তিনি অবশ্য ব্রাজিল সফর করেননি। এর পরেও করোনা-শঙ্কা নিয়ে পেরু প্রথম অনুশীলন করেছে ব্রাজিলে। The pos...