Posts

Showing posts with the label [১] কুমিল্লায় নজরুলের ১২২ তম জন্মবার্ষিকী পালিত

[১] কুমিল্লায় নজরুলের ১২২ তম জন্মবার্ষিকী পালিত

Image
রুবেল মজুমদার:[১] কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে সংস্কৃতিমন্ত্রণালয় ও কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচী গ্রহণ করা হয়েছে। [২] সকাল ৯ টায় কুমিল্লা শিল্পকলা একাডেমী চত্তরের নজরুল ম্যুরাল ‘চেতনায় নজরুল’-এ পুস্পস্তবক অর্পন করা হয়।এ সময় জেলা প্রশাসন, নজরুল পরিষদ, নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্র সহ বিভিন্ন সংগঠন কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করে। [৩] এসময় উপস্থিত কুমিল্লা জেলা প্রশাসনের কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো শাহাদাত হোসেন, অশোক কুমার বড়ুয়া,কুমিল্লা জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহাম্মদ অায়াজসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক ও নজরুল প্রেমীগণ উপস্থিত ছিলেন। [৪] অন্যান্য দিকে মঙ্গলবার সকাল ১০ টায় মুরাদনগর উপজেলা সেচ্ছাসেবকলীগ পক্ষে মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামের নজরুলের স্মৃতি পাপড়ি পুস্পস্তবক অর্পন করেন। এতে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার চেয়ারম্যান ড.অাহসানুল আলম সরকার কিশোরসহ প্রমুখ [৫] এছাড়া জেলা নজরুলের ইসলামে কর্মসূচীর নিয়ে তেমন কোনো অায়োজন চোখে পড়...