[১] কিশোরগঞ্জের প্রত্যন্ত হাওরে দু’টি পুলিশ ক্যাম্পের উদ্বোধন
মনোয়ার হোসাইন: [২] সোমবার (৩১ মে) বিকেলে পুলিশ ক্যাম্প দু’টি উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক ও কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মাশরুকুর রহমান খালেদ। [৩] উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার এস.এম আজিজুল হক, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী, অষ্টগ্রাম থানার ওসি-তদন্ত রাশেদ, অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক হায়দরী বাচ্চু, মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইব্রাহীম মিয়াসহ অন্যান্যরা। [৪] হাওরের সারা বছর চলাচলের উপযোগী নতুন সড়কে (ইটনা থেকে মিঠামইন হয়ে অষ্টগ্রাম পর্যন্ত) জনগণের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অস্থায়ীভাবে দু’টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। [৫] এর মধ্যে মিঠামইন উপজেলার শান্তিপুর এলাকায় (ছিলনি সেতু সংলগ্ন) একটি ক্যাম্প এবং অপরটি অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের জিরো পয়েন্টে ভাতশালা পুলি...