[১] কিছু দিনের মধ্যেই লিবিয়া ত্যাগ করবে বিদেশি ভাড়াটে সৈন্য
সাকিবুল আলম: [২] লিবিয়ার অন্তবর্তী সরকার আশা করছে বার্লিনে অনুষ্ঠিতব্য সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে শান্তি আলোচনার পর উত্তর আফ্রিকার এই দেশটি থেকে বিদেশি ও ভাড়াটে সৈন্যরা চলে যাবে। আল জাজিরা [৪] লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রী নাজলা আল মাঙ্গুস বুধবার জানিয়েছে, বিদেশি সেনাদের দেশ ত্যাগের বিষয়টি নিয়ে আমরা কাজ করছি এবং আমরা অনেক দূর এগিয়েছি। প্রতিবেদকদের দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, খুব দ্রুতই লিবিয়া থেকে বিবাদমান দু’পক্ষের ভাড়াটে সৈন্যরাই দেশ ত্যাগ করবে। [৫] জাতিসংঘ আয়োজিত এ সম্মেলনে চলতি বছরের ডিসেম্বরে নির্ধারিত সাধারণ নির্বাচন প্রসঙ্গে আলোচনা করা হবে। এ সম্মেলনে অংশ নেবেন লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দিবেইবা, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সচিব অ্যান্টনি ব্লিংকেন এবং ফ্রান্স, তুরস্ক ও মিশরের পররাষ্ট্র মন্ত্রীরা। [৬] ২০১১ সালে লিবিয়ার স্বৈরশাসক গাদ্দাফির পতনের পর থেকেই দেশটিতে চরম বিশৃঙ্খলা বিরাজ করছে। দেশটি বর্তমানে প্রশাসনিকভাবে দু’অংশে ভাগ হয়ে গেছে। একদিকে রাজধানী ত্রিপোলিতে রয়েছে জাতিসংঘ সমর্থিত গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকোর্ড (জিএনএ)। অন্যদিকে রয়েছে দলত্যাগী সামরিক কমান্ডার খলি...