Posts

Showing posts with the label [১] করোনার সার্টিফিকেট মিলল চানখারপুলে ওষুধের দোকানে

[১] করোনার সার্টিফিকেট মিলল চানখারপুলে ওষুধের দোকানে

Image
শাহীন খন্দকার: [২] ঢাকা মেডিকেলের নাক-কান ও গলা বিভাগে ক্যানসার আক্রান্ত বাবাকে নিয়ে গত দুই মাস ধরে ভর্তি আছেন শাহজাহান মিজি। অপারেশনের ঠিক আগ মুহূর্তে তার বাবার করোনা পজিটিভ আসলে তারিখ পিছিয়ে দেওয়া হয়। স্বজনদের পরামর্শে বাইরে থেকে আবারও করোনা পরীক্ষা করা হয়। এবার নেগেটিভ। অপারেশন থিয়েটারে নেয়ার পর সার্টিফিকেট দেখে সন্দেহ হয় চিকিৎসকদের। আবারও পরীক্ষা করা হলে পজিটিভ আসে। [৩] অপারেশন থিয়েটারে ধরা পড়ল ক্যানসার রোগীর করোনা নেগেটিভ সার্টিফিকেটটি জাল। আর জাল এ সনদের উৎস খুঁজতে গিয়ে গোয়েন্দা পুলিশ সন্ধান পায় একটি ওষুধের দোকানের। যেখানে দুই হাজার টাকার বিনিময়ে করোনা নেগেটিভকে পজিটিভ আর পজিটিভকে করা হয় নেগেটিভ। যাদের নেই স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি, নেই আরটিপিসিআর মেশিনও। [৪] করোনার এই জাল সনদের উৎস খুঁজতে গিয়ে দুজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে জানা যায় পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই চানখারপুলের একটি ওষুধের দোকানে বসে তারা তৈরি করে করোনার সার্টিফিকেট। করোনা পরীক্ষায় ২ হাজার টাকার নেগেটিভ হয়ে যায় পজিটিভ আর পজিটিভ হয়ে যায় নেগেটিভ। [৫] ঢাকা মেডিকেলের ভাইরোলজি বিভাগের প্রধান এবং হাসপাতালটির পরিচ...