[১] করোনাকালে নাজিরপুর দীর্ঘা ব্রিজে ঈদ আনন্দে পর্যটকদের ভিড়
নাজিরপুর প্রতিনিধি : [২] কোভিড-১৯ বৈশ্বিক মহামারির কারণে বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকলেও নাজিরপুরের দীর্ঘা ব্রিজে ঈদ আনন্দে উপচে পড়া ভিড়ে স্বাস্থ্যবিধি দেখা যায় নি ভ্রমণ বিলাসী মানুষদের মধ্যে। [৩] তাদের চলফেরায় ফুটে উঠেছে সামাজিক দূরত্বের চেয়ে উন্মুক্ত স্থানে যেমন খুশি তেমন ঘুরেফেরা সেলফি তোলা যেনো ঈদ আনন্দকে স্মৃতি করে রাখাই জীবনের চেয়ে বড় হয়ে উঠেছে! সরেজমিনে দেখা যায় উপজেলার বিভিন্ন জায়গা থেকে দর্শণার্থীরা এ ব্রিজে বেড়াতে আসছেন। [৪] এতে যেমন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন, তেমনি স্থানীয়দের মধ্যেও বিরাজ করছে আতঙ্ক। কারো মুখে মাস্ক তো দুরের কথা, ন্যূনতম স্বাস্থ্যবিধি না মেনে শিশু থেকে নানা বয়সের মানুষ গাদাগাদি করে আনন্দ ভ্রমণে মেতে উঠেছে দীর্ঘা ব্রিজে, এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে স্থানীয়রা। [৫] স্থানীয় সচেতন মহল সতর্ক করলেও তারা স্বাস্থ্যবিধি মানছেন না। নিজেদের ইচ্ছে মতো চলছে। মাওয়া ঘাটে যেমন স্বাস্থ্য ঝুঁকিকে উপেক্ষা করে গাদাগাদি করে বাড়িতে ফিরেছে অনুরূপভাবে তারা গাদাগাদি করে ঈদের আনন্দে মেতে উঠেছে। [৬] স্থানীয় সচেতন মহলের অভিযোগ নেই প্রশাসনের কঠোর নজরদারী। তবে তাদের দাবি প্রশাসন যেন কঠো...