[১] কক্সবাজারে প্রস্তুত ৫৭৬ আশ্রয়কেন্দ্র
ফরিদুল মোস্তফা :[২] কক্সবাজার জেলায় ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় প্রস্তুত রয়েছে ৫৬৭ আশ্রয়কেন্দ্র। পাশাপাশি এতে যুক্ত হবে অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোও। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় প্রস্তুত রয়েছে কক্সবাজার জেলা প্রশাসন, কক্সবাজার সিভিল সার্জন, কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট আইন-শৃংখলা বাহিনী। [৩] কক্সবাজার আবহাওয়া অফিসের থেকে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ইয়াস আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। [৪] এটি গতকাল ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৫৫ কিঃমিঃ দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫২০ কিঃমিঃ দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। তাই কক্সবাজারকে ৩নং সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। আবহাওয়া অধিদপ্তর আরও জানান, ঘূর্ণিঝড় ইয়াস আজ বুধবার দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে। [৫] ঝড়ো হাওয়ার সঙ্গে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক জেলার মধ্যে উপকূলীয় অঞ্চল হওয়ায় কক্সবাজারও রয়েছে ঝুঁকিতে। ইতিমধ্যে গত ...