[১] এস-৪০০ ক্ষেপনাস্ত্র নিয়ে আলোচনায় বাইডেন-এরদোগান
রাকিবুল আবির: [২] এরদোগান সাফ জানিয়ে দেন, রাশিয়ান ক্ষেপনাস্ত্র কেনার ব্যাপারে তুরস্কের অবস্থান আগের জায়গাতেই। যদিও এ বিষয় নিয়ে তুরস্কের ওপর অনেক আগেই নিষেধাজ্ঞা জারী করে ওয়াশিংটন। আলজাজিরা [৩] সোমবার ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় মুখোমুখি সাক্ষাৎকারে উত্তেজিত হয়ে উঠেন দুই নেতাই। তবে এস-৪০০, সিরিয়া এবং অন্যান্য বিষয়ের বিরোধ নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতির কোনো ঘোষণা এখনও পর্যন্ত দেয়া হয়নি। [৪] তুরস্কের এস-৪০০ ক্রয় ন্যাটো জোটের সঙ্গে সম্পর্ককে সংকটে ফেলেছে। উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সহ ন্যাটোর সকল সদস্য। পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এফ-৩৫ এর কাছে এস-৪০০কে হুমকি হিসেবে দেখছে তারা। তবে এ সকল উদ্বেগগুলোকে প্রত্যাখ্যান করেছে তুরস্ক। [৫] যার ফলশ্রুতিতে তুরস্কের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, এফ-৩৫ প্রোগ্রাম থেকেও বাদ দেওয়া হয় তুরস্ককে। আর এতেই বিপাকে পরে তুরস্ক। The post [১] এস-৪০০ ক্ষেপনাস্ত্র নিয়ে আলোচনায় বাইডেন-এরদোগান appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .