[১] এরদোগান ইহুদি বিরোধী নয় বললেন তুরস্কের ইহুদি কমিউনিটি
ওয়ালিউল্লাহ সিরাজ: [২] বুধবার দেশটির ইহুদি কমিউনিটি টুইটারে জানায়, প্রেসিডেন্ট রিচেপ তাইয়্যেব এরদোগানকে ইহুদি বিরোধী বলে আখ্যা দেওয়া নিন্দনীয়। তিনি সব সময়ই ইহুদিদের সহায়তা করেন। সেই সঙ্গে ইহুদি সম্প্রদায়কে গঠনমূলক কাজে উদ্বুদ্ধ করেন। [৩] ফিলিস্তিনিদের পক্ষে সবসময়ই কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। সেই ধারাবাহিকতায় গাজায় চলমান ইসরায়েলি সহিংসতার বিষয়ে ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে বক্তব্য দেন। যা পশ্চিমা বিশ্বের অনেক রাষ্ট্রেরই পছন্দ করেনি। [৪] এরদোগানের বক্তব্যের পর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বুধবার এক বিবৃতিতে জানায়, আমরা প্রেসিডেন্ট এরদোয়ান এবং অন্যান্য তুর্কি নেতাদের প্রতি উত্তেজনামূলক মন্তব্য থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। যা সহিংসতাকে আরো প্ররোচিত করতে পারে। ইহুদি বিরোধী বক্তব্যের কোথাও কোনো জায়গা নেই। [৫] অবশ্য এরদোগানের কোন মন্তব্যকে ইহুদি বিরোধী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে সেটি যুক্তরাষ্ট্র নির্দিষ্ট করে কিছু বলেনি।