[১] এবার বিহারের বিরুদ্ধে করোনায় মৃত্যু সংখ্যা গোপনের অভিযোগ
সাখাওয়াত হোসেন: [২] ভারতের বিহার রাজ্যের বিরুদ্ধে কোভিড সংক্রান্ত তথ্য গোপন করার অভিযোগ উঠেছে। যে পরিমান মানুষ কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছে তার থেকে প্রায় ১০ গুণ কমিয়ে প্রচার করেছে রাজ্যটি। বিজনেস লাইন [৩] এ বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে ৭ হাজার ৭১৭ জন মারা গিয়েছে বলে জানিয়েছে বিহার রাজ্য সরকার। তবে দেশটির ‘সিভিল রেজিট্রেশন সিস্টেম’ এর তথ্য অনুযায়ী এ পাঁচ মাসে প্রায় ৭৫ হাজার মানুষ মারা গিয়েছে যাদের মৃত্যুর কোন কারণ উল্লেখ নেই। আনন্দবাজার পত্রিকা [৪] গত ১৭ মে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কমানোর অভিযোগ উঠলে তা পুনরায় গণনা করার আদেশ দিয়েছিলো আদালত। সেই অভিযোগ এখন আরও জোরালোভাবে উঠলো বিহারের বিরুদ্ধে। [৫] এর আগে তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, দিল্লি, কর্নাটক ও অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধেও কোভিড মৃত্যু সংখ্যা লুকানোর অভিযোগ উঠেছিলো। এ সকল রাজ্যে প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষের মৃত্যুর কোনো কারণ উল্লেখ ছিলো না বলে ভারতের গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছিলো। সম্পাদনা: আখিরুজ্জামান সোহান The post [১] এবার বিহারের বিরুদ্ধে করোনায় মৃত্যু সংখ্যা গোপনের অভিযোগ appeared first ...