Posts

Showing posts with the label [১] এপমবাপের নৈপুণ্যে ফ্রেঞ্চ কাপ অক্ষুণ্ন রাখলো নেইমারের পিএসজি

[১] এপমবাপের নৈপুণ্যে ফ্রেঞ্চ কাপ অক্ষুণ্ন রাখলো নেইমারের পিএসজি

Image
স্পোর্টস ডেস্ক : [২] দারুণ এক ম্যাচ উপহার দিলো নেইমারের পিএসজি। দুর্দান্ত পারফর্ম করলো নিয়মিত অধিনায়ক নেইমারকে ছাড়াই। তারা মোনাকোকে হারিয়ে তারা ফ্রেঞ্চ কাপের শিরোপা ধরে রাখল। [৩] বুধবার (১৯ মে) রাতে প্যারিসে অনুষ্ঠিত ফাইনালে মাউরো ইকার্দি শুরুতে এগিয়ে দেন কোচ মাউরিসিও পচেত্তিনোর দলকে। পরে কিলিয়ান এমবাপ্পে গোল করে দলের ২-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে ছিলেন না নেইমার। [৪] গত ৭ বছরে এ নিয়ে ষষ্ঠবার ফ্রেঞ্চ কাপ জিতল পিএসজি। সবমিলে চতুর্দশবার। পচেত্তিনোর অধীনে পিএসজির এটি দ্বিতীয় ট্রফি। জানুয়ারিতে ‘ট্রফি দেস চ্যাম্পিয়নস’ শিরোপা নিজেদের করে পচেত্তিনোর পিএসজি। [৫] এখন লিগ ওয়ানে শিরোপা পাবে কিনা সেটি দেখার। শেষ রাউন্ডের খেলা বাকি থাকতে টেবিল টপার লিলের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে আছে পিএসজি। অর্থাৎ শেষ রাউন্ডে শুধু তাদের জিতলেই হবে না পয়েন্ট হারাতে হবে লিলকে। প্যারিসটাইমস/ গোল ডটকম