Posts

Showing posts with the label [১] এক সপ্তাহে ঢাকায় সংক্রমণ বেড়েছে ১১৪ শতাংশ [২] হাই রিস্কে রয়েছে ৪০ জেলা

[১] এক সপ্তাহে ঢাকায় সংক্রমণ বেড়েছে ১১৪ শতাংশ [২] হাই রিস্কে রয়েছে ৪০ জেলা

Image
শিমুল মাহমুদ : [৩] ১৪ থেকে ২০ জুন- এই এক সপ্তাহের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তের হার বিবেচনায় দেশের সংক্রমণ পরিস্থিতি নিয়ে গত মঙ্গলবার (২২ জুন) একটি প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, দেশে সংক্রমণের ২৪তম সপ্তাহে সব বিভাগে নতুন শনাক্তের হার বেড়েছে। [৪] প্রতিবেদনে বলা হয়, চলতি বছর বাংলাদেশে সংক্রমণের ২৪তম সপ্তাহে (গত এক সপ্তাহে) সংক্রমণের দিক দিয়ে ঢাকা বিভাগের পরের অবস্থানেই রয়েছে রংপুর বিভাগ, সেখানে সংক্রমণ বেড়েছে ৮৬.৭ শতাংশ। এরপর রয়েছে ময়মনসিংহ বিভাগ, শনাক্ত বেড়েছে ৬১.৯ শতাংশ। বরিশাল বিভাগে ৪৯.৬ শতাংশ, খুলনা বিভাগে ৪৯.৩ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ৪২.২ শতাংশ, সিলেট বিভাগে ২০.৬ শতাংশ এবং রাজশাহী বিভাগে শনাক্ত বেড়েছে ১২.৯ শতাংশ। [৫] বিশেষজ্ঞদের কেউ কেউ বর্তমান পরিস্থিতিকে করোনার থার্ড ওয়েভ বললেও অনেকে বলছেন, দ্বিতীয় ঢেউয়ের পরিধি বেড়েছে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব   The post [১] এক সপ্তাহে ঢাকায় সংক্রমণ বেড়েছে ১১৪ শতাংশ [২] হাই রিস্কে রয়েছে ৪০ জেলা appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .