Posts

Showing posts with the label [১] এক গোলেই মুলারের ৪৯ বছরের রেকর্ড ভাঙলেন বায়ার্নের লেভানডোস্কি

[১] এক গোলেই মুলারের ৪৯ বছরের রেকর্ড ভাঙলেন বায়ার্নের লেভানডোস্কি

Image
স্পোর্টস ডেস্ক : [২] ম্যাচের একেবারে অন্তিম লগ্নে জ্বলে ওঠেন এই বায়ার্ন মিউনিখের এই পোলিশ তারকা। শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে অগসবুর্গের জালে বল জড়িয়ে কিংবদন্তি গার্ড মুলারকে টপকে যান লেভানডোস্কি। বুন্দেস লিগার ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডের মালিক হয়ে যান তাতে। [৩] লেভানডোস্কি ভেঙে দিলেন ৪৯ বছরের পুরোনো রেকর্ড। এতদিন বুন্দেস লিগায় এক মৌসুমে সর্বাধিক ৪০ গোলের রেকর্ড ছিল গার্ড মুলারের দখলে। ১৯৭১-৭২ মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে লিগে ৪০ গোল করেছিলেন গার্ড মুলার। আর লেভানডোস্কি ৪১ গোল করে এবারের বুন্দেস লিগা শেষ করলেন। [৪] বায়ার্নের বুন্দেস লিগা নিশ্চিত হয়েছিল আগেই। লেভানডোস্কি কীর্তি গড়া লিগে নিজেদের শেষ ম্যাচে অগসবুর্গকে তারা হারিয়েছে ৫-২ ব্যবধানে। প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন। – গোল ডটকম