[১] এই প্রথম ভারত ফেরত শিশুর শরীরে করোনা
বাবুল আক্তার:[২] যশোরের বেনাপোলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত সাড়ে দশ বছরের এক শিশুর শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার (১৯ মে) রাতে তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে। [৩] শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, ওই শিশু ব্লাড ক্যানসাারের রোগী। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারত নেওয়া হয়। সাথে শিশুটির মা ও মামা ছিল। সেখান থেকে তারা গত ৫ মে বেনাপোল ইমিগ্রেশন হয়ে দেশে ফেরেন। এরপর জেলা প্রশাসন তাদের বেনাপোলের নিশান হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠায়। [৪] শিশুটি ও তার স্বজনদের কোয়ারেন্টিনের ১৪তম দিনে মঙ্গলবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো হয়। বুধবার ফলাফলে জানেত পারে ওই শিশু করোনায় আক্রান্ত। তবে তার মা ও মামার করোনা নেগেটিভ হয়েছেন। [৫] এজন্য বুধবার রাতে ওই শিশুটিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটিন থেকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাথে তার মা রয়েছেন। তবে মামাকে ছাড়পত্র দেওয়ায় তিনি বাড়ি ফিরেছেন। [৬] যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন ওই শিশুর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছে...