Posts

Showing posts with the label [১] এ বছর রোহিঙ্গা সঙ্কটে ৯৪ কোটি ডলার তুলতে চায় জাতিসংঘ

[১] এ বছর রোহিঙ্গা সঙ্কটে ৯৪ কোটি ডলার তুলতে চায় জাতিসংঘ

Image
ডেস্ক নিউজ : [২]মিয়ানমার থেকে পালিয়ে আসা এই শরণার্থীদের জন্য ৯৪ কোটি ৩০ লাখ ডলারের একটি নতুন যৌথ সহায়তা পরিকল্পনা (জেআরপি) নিচ্ছে তারা। [৩]ইউএনএইচসিআরের মুখপাত্র অ্যানড্রেজ মাহেকিক শুক্রবার জেনিভায় এক সংবাদ সম্মেলনে নতুন এই পরিকল্পনার কথা জানান। [৪]মঙ্গলবার দাতাদের বৈঠকে নতুন এই পরিকল্পনা তুলে ধরা হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। [৫]বাংলাদেশ সরকার, জাতিসংঘের ১৩৪টি সংস্থা এবং এনজিও অংশীদাররা মিলে প্রায় ১৪ লাখ রোহিঙ্গার মৌলিক চাহিদা পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী এক বছরের জন্য সেই খরচ যোগানোর পরিকল্পনা সাজানো হয়েছে ২০২১ সালের এই জেআরপিতে। [৬]এই পরিকল্পনায় কক্সবাজার জেলায় আট লাখ ৮০ হাজার রোহিঙ্গা শরণার্থীর পাশাপাশি তাদের আশ্রয়দাতা চার লাখ ৭২ হাজার বাংলাদেশি নাগরিকের জন্যও সহায়তার কথা বলা হয়েছে। [৭]২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানে ব্যাপক দমন-পীড়নের মধ্যে রোহিঙ্গারা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিতে শুরু করে। [৮]তখন থেকে জয়েন্ট রেসপন্স প্ল্যান (জেআরপি) নামে রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনার কাজটি করে আসছে জাতিসংঘের নেতৃত্বাধীন স্ট্র্যা...