[১] উখিয়ায় বিদেশী বিয়ারসহ যুবক আটক
কায়সার হামিদ মানিক: [২] কক্সবাজারের উখিয়া বাজার সংলগ্ন দরগাহ বিল এলাকায় অভিযান পরিচালনা করে ৩২ ক্যান বিদেশী বিয়ারসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫। [৩] বৃহস্পতিবার ( ২০ মে) সন্ধ্যা ৬টার দিকে উখিয়া দরগাবিল রোড়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-১৫) এ অভিযান পরিচালনা করেন তাকে আটক করা হয়। [৪] আটককৃত ব্যক্তি উখিয়া ঘিলাতলী পাড়ার লোকমান হাকিমের পুত্র কায়েস (২৯)। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। [৫] এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যামে কক্সবাজার র্যাবের সহকারী পরিচালক ( মিডিয়া অফিসার) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাব-১৫ কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজারের উখিয়া থানাধীন দরগাহ বিল এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকশ আভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার সময় সন্দেহজনকভাবে আটক করা হয়। পরবর্তী উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আস...