[১] উইম্বলডনের পরেই অলিম্পিক নিয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন রজার ফেডেরার
স্পোর্টস ডেস্ক : [২] ২৩ জুলাই থেকে টোকিওতে শুরু হতে চলেছে এই বছরের অলিম্পিক উৎসব। বর্তমান পরিস্থিতিতে বহু তারকা অ্যাথলিটই এইবারের অলিম্পিকে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই দলে সামিল টেনিস তারকারাও। [৩] রাফায়েল নাদাল এবং ডমিনিক থিয়েম আগেই টোকিও অলিম্পিকে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন। চোট আঘাতে জর্জরিত ফেডেরার এই বছর এখনও অবধি মাত্র আটটি ম্যাচই খেলেছেন। চোটের কথা মাথায় রেখেই জিতেও রোলাঁ গারো থেকে সরে দাঁড়াতে হয়েছিল তাকে। সকল অনুরাগীদের মনে এখন একটাই প্রশ্ন, তাহলে কি নাদালদের পথেই হাঁটতে চলেছেন ফেডেরার? [৪] ফেডেরার জানান, আমি যদি এখানে খুব ভাল বা খুব খারাপ খেলি, তবে নিঃসন্দেহে তার প্রভাব এই গ্রীষ্মে আমার সিদ্ধান্তের ওপর পড়বে। এখনও আমি আশা করছি যে অলিম্পিক্সে অংশ নিতে পারব। যতগুলি সম্ভব টুর্নামেন্টে খেলাই আমার লক্ষ্য। তবে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি আগে উইম্বলডন শেষ করে তারপরেই আমরা সকলে মিলে ভবিষ্যতে কী করা সম্ভব-অসম্ভব এই নিয়ে আলোচনায় বসব। – হিন্দুস্তানটাইমস The post [১] উইম্বলডনের পরেই অলিম্পিক নিয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন রজার ফেডেরার appeared first on বিডি২৪টাইম.কম...