[১] উইম্বলডন টেনিসের তৃতীয় রাউন্ডে নোভাক জকোভিচ
স্পোর্টস ডেস্ক : [২] গত বারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ দক্ষিণ আফ্রিকান কেভিন অ্যান্ডারসনকে সরাসরি সেটে হারালেন ১৯টি গ্র্যান্ড স্ল্যামজয়ী এই তারকা। ম্যাচের ফল ৬-৩, ৬-৩, ৬-৩। এদিন ম্যাচ চলাকালীন বেশ কয়েকবার পা পিছলে পড়ে যান জকোভিচ। এরপরও কাঙ্ক্ষিত জয় পেতে সমস্যা হয়নি সার্বিয়ান টেনিস তারকার। [৩] তৃতীয় রাউন্ডে ৩৪ বছর বয়সী জকোভিচের প্রতিপক্ষ হবেন ইতালির অ্যান্ড্রোয়াস সেপ্পি কিংবা যুক্তরাষ্ট্রের ডেনিস কুডলা। বারবার পিছলে পড়ে গিয়েও ম্যাচ নিজের করা জকোভিচ বলেন, ভিড়ের সঙ্গে আমার একটা আলাদা সংযোগ রয়েছে। আমার মনে হয়, ঘাসের সঙ্গেও আমার খুব সুন্দর সম্পর্ক রয়েছে। উইম্বলডনে এর আগের দুটি ম্যাচে এত বার পড়ে যাওয়ার কথা আমার মনে পড়ছে না। – The post [১] উইম্বলডন টেনিসের তৃতীয় রাউন্ডে নোভাক জকোভিচ appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .