Posts

Showing posts with the label [১] ঈশ্বরের আদেশে ২৬তম বারে এভারেস্ট শীর্ষ না ছুঁয়েই ফিরলেন রিতা শেরপা

[১] ঈশ্বরের আদেশে ২৬তম বারে এভারেস্ট শীর্ষ না ছুঁয়েই ফিরলেন রিতা শেরপা

Image
রাশিদুল ইসলাম : [২] বিশ্ব রেকর্ড  করে ২৬তম বার শৃঙ্গ না ছুঁয়েই ফিরলেন কামি রিতা শেরপা। এর আগে কখনো এমন দেখা যায়নি। গত ৭ মে সন্ধ্যা সাড়ে ছটায় ২৫তম বার আরোহণ করেছিলেন এভারেস্টে। ৫১ বছরের এ শেরপা তখনই বলেছিলেন থামতে চান না। এতবার এভারেস্টে আরোহণ করে তা মানুষের ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে যেতে চেয়েছিলেনভ ২৬তম বার এভারেস্ট আরোহণ করার জন্য বুটের নীচে পরে নিয়েছিলেন ক্র্যাম্পন। কিন্তু ঈম্বরের কৃপায় আর তার ইচ্ছাকে প্রাধান্য দিয়েই রিতা ফিরলেন। দি ওয়াল [৩] কোনও দুর্ঘটনা ঘটেনি। শরীরও সুস্থ ছিল। এভারেস্ট বেসক্যাম্প থেকে কাঠমাণ্ডু ফিরে সংবাদমাধ্যমকে কামি বলেছেন, তিনি ফিরে এসেছেন পর্বতের দেবীর নির্দেশে। কামি বলেন, সামিটের দিকে এগিয়ে যাওয়ার আগের রাতে তিনি খারাপ স্বপ্ন দেখেন। তবুও তিনি চেষ্টা করেছিলেন সামিট করার। পৌঁছেও গিয়েছিলেন ক্যাম্প- থ্রি পর্যন্ত। কিন্তু হঠাৎই খারাপ হতে শুরু করে আবহাওয়া। কামির কাছে এটিই ছিল পাহাড়ের দেবীর পাঠানো বিপদসংকেত। তাকে পাহাড়ের দেবী বলতে চেয়েছিলেন, ‘আর চেষ্টা কোরো না। এবার ফিরে যাও।’ দেবীর কথা মেনেই ফিরে আসেন রিতা। [৪] কোভিড মহামারীতে গত বছর এভারস্টে আরোহন বন্ধ ছিল। এবছর...