[১] ঈশ্বরদীতে সেনা সদস্যকে হত্যার হুমকির অভিযোগে ৮ যুবক গ্রেপ্তার
রিয়াদ ইসলাম: [২] ঈশ্বরদীর নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী এক সদস্যের সঙ্গে অশোভন আচরণ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ৮ যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। [৩] শনিবার রাতে উপজেলার পাকশী ইউনিয়নের পদ্মা নদীতীরবর্তী প্রকল্পের ৮ নম্বর ওয়াচ টাওয়ারের কাছে এ ঘটনা ঘটে। [৪] গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার পাকশী ইউনিয়নের চর রূপপুর গ্রামের রিপন হোসেন (২০), শাওন হাসান (২২), ফজলে রাব্বী (২০), বাপ্পী (২১), মোহাম্মদ মুন্না হোসেন (১৯), আসিফ হোসেন (২০), মনোয়ার হোসেন (২১) ও শান্ত মিয়া (২০)। [৫] থানায় দেওয়া অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে দায়িত্ব পালন করছিলেন এক সেনা সদস্য। এ সময় মোটরসাইকেলযোগে প্রকল্পের ৮ নম্বর ওয়াচ টাওয়ারের কাছে অবৈধভাবে প্রবেশ করতে চাইছিলেন আট যুবক। তখন সেনাবাহিনীর সদস্য তাদের পরিচয় জিজ্ঞেস করে ও চলে যেতে অনুরোধ করে। ওই সময় সেনা সদস্য মোটরসাইকেল গুলোর কাগজপত্র দেখাতে বলেন। কিন্তু মোটরসাইকেলটির কোনও নম্বরপত্র ছিল না। পরে ওই যুবকেরা তাঁর ওপর উত্তেজিত হয়ে কাগজপত্র দেখাতে অস্বীকার করে বাকবিতণ্ডায...