Posts

Showing posts with the label [১] ইদের পর আবার একসঙ্গে তাহসান এবং মিথিলা

[১] ইদের পর আবার একসঙ্গে তাহসান এবং মিথিলা

Image
অনন্যা আফরিন: [২] ফের একসঙ্গে তাহসান রহমান খান এবং রাফিয়াত রাশিদ মিথিলা। ২০১৭ সালে ভেঙে যায় তাহসান এবং মিথিলার দীর্ঘ ১১ বছরের দাম্পত্য। পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এসে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিথিলা। [৩] শনিবার একটি ই-কমার্স সংস্থার প্রচারের জন্য একসঙ্গে লাইভে আসেন বাংলাদেশের তাহসান এবং মিথিলা। শুধু তাই নয়, সঞ্চালকের কথায় প্রশ্নোত্তর পর্বেও অংশগ্রহণ করেন তাঁরা। [৪] এই খেলা থেকে যে পুরস্কার তাঁরা পাবেন, দু’জনেই ঠিক করেছেন তা তাঁদের অনুরাগীদের মধ্যে ভাগ করে দেবেন। তবে শর্ত একটাই, তাহসান এবং মিথিলার থেকে পুরস্কার তাঁরাই পাবেন যাঁরা সেই লাইভে ইতিবাচক মন্তব্য করেছেন। দু’জনের বিচ্ছেদ আড়াআড়ি ভাবে ভাগ করে দিয়েছিল তাঁদের অনুরাগীদেরও। [৫] তার ফলস্বরূপ নেটমাধ্যমে প্রায়ই দু’জনকে ঘিরে নেতিবাচক মন্তব্য চোখে পড়ত। তবে এ সবকে কখনই তোয়াক্কা করেননি তাঁরা। দাম্পত্য ভেঙে গেলেও এখনও বন্ধুত্ব রয়েছে দু’জনের। গত জানুয়ারি মাসে আনন্দবাজার ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে তাহসান বলেছিলেন, “আমার এবং মিথিলার বিচ্ছেদের তিন বছর পেরিয়ে গিয়েছে।আমরা কেউই বাইরের মানুষের কথায় আমাদের বন্ধুত্ব...