[১] ইতিহাস গড়া গোল প্রয়াত বাবাকে উৎসর্গ করলেন আলিসন বেকার
স্পোর্টস ডেস্ক : [২] গত রোববার (১ মে) ইংলিশ লিগে ইনজুরি টাইমে গোলরক্ষক আলিসন বেকার করা গোলেই ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের মাঠে ২-১ গোলে জেতে লিভারপুল। দলটির ১২৯ বছরের ইতিহাসেই নেই কোনো গোলরক্ষকের গোল করার কীর্তি। [৩] এমন কীর্তির পর প্রয়াত বাবা হোসে অগাস্তিনহোকেই মনে পড়ছে আলিসনের। ম্যাচ শেষে গোলটি তিনি উৎসর্গ করেছেন গত ফেব্রুয়ারিতে প্রয়াত বাবা হোসে অগাস্তিনহোকেই। আলিসন বলেন, আমি নিশ্চিত, তিনি ঈশ্বরকে নিয়ে উদযাপন করছেন। আমার মনে হয়, এটা আমার অন্যতম সেরা গোল। [৪] এটাই তার একমাত্র গোল মনে করিয়ে দেওয়ার পর যোগ করেন, আমার করা সেরা গোল। এরপর রসিকতা করে বলেন, আশা করি, আমাকে খুব বেশিবার গোল করার জন্য এগিয়ে আসতে হবে না। – গোল ডটকম