Posts

Showing posts with the label [১] ইউরোপের অন্যতম সেরা দল রিয়াল মাদ্রিদ ১১ বছর পর ট্রফিশূন্য

[১] ইউরোপের অন্যতম সেরা দল রিয়াল মাদ্রিদ ১১ বছর পর ট্রফিশূন্য

Image
স্পোর্টস ডেস্ক : [২] শেষটা ভালো হল না রিয়াল মাদ্রিদের। লা লিগার শেষ রাউন্ড পর্যন্ত শিরোপার রেসে ছিল দলটি। তবে জিনেদিন জিদানের দলকে হতাশ করে আতলেতিকো মাদ্রিদই জিতে নিয়েছে লা লিগার শিরোপা। আর এর ফলে ২০০৯-১০ মৌসুমের পর এই প্রথম ট্রফিশূন্যভাবে মৌসুম শেষ করলো ইউরোপের অন্যতম শক্তিধর ক্লাব রিয়াল। [৩] লস ব্লাঙ্কোসরা এবারের কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগেও ছুঁতে পারেনি শিরোপা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠলেও চেলসির কাছে হেরে বিদায় নেয়। [৪] রিয়াল সবশেষ এমন হতাশার মৌসুম কাটিয়েছে ১১ বছর আগে। সেবার কোপা দেল রে’র শেষ ৩২ থেকেই বিদায় ঘণ্টা বাজে তাদের। আর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়। [৫] সেই মৌসুমের পর ইউরোপ শাসন করেছে রিয়াল। ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়ালে পাড়ি দেওয়ার পর চারটি চ্যাম্পিয়ন্স লিগ উপহার দেন। রিয়ালের জন্য হতাশায় মোড়ানো ২০২০-২১ মৌসুম শেষ। নিজেদের পুনর্গঠন করে রিয়ালের এখন সামনে তাকানোর পালা। – মার্কা