[১] আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ড
গোলাম সারোয়ার:[২] জেলার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুটি কারেন্ট ট্রান্সফরমারে বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এসময় তিন বছরের এক শিশু গুরুতর আহত হয়েছে। আগুন লেগে বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ও বেসরকারি ১টি ইউনিটসহ ৪টি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। [৩] রোববার (২৩ মে) সন্ধ্যায় বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের দুটি কারেন্ট ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুনের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুনে নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সফরমারের বিস্ফোরিত স্প্রিল্টারের আঘাতে এক শিশুর বাম চোখে গুরুত্বর আহত হয়েছে। আহত শিশুর নাম জুই আক্তার (৩)। সে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পাশে কলাবাগান এলাকার জুয়েল মিয়ার মেয়ে। আহত শিশু জুই আক্তারকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। [৪] আগুনের কারনে বিদ্যুৎ কেন্দ্রের ৪টি ইউনিট বন্ধ হয়ে যায়। ইউনিটগুলো হল ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিসিপিপি ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৫নং ইউনিট, ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ও ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বেসরকারি ইউনাইটেড মডিউল কোম্পানি লি. ইউনিট। ৪টি বিদ্যুৎ ইউনিটের উৎপাদন বন্ধ থা...