[১] আমতলীতে ব্রিজ ভেঙ্গে ২ ইউনিয়নের ১৫ হাজার লোকের চলাচল ব্যাহত
জিয়া উদ্দিন :[২] বরগুনার আমতলী উপজেলার গাজীপুরে একটি আয়রণ ব্রিজ ভাঙ্গার করণে ২ ইউনিয়নের ৭ গ্রামের ১৫ হাজার লোকের চলাচল ব্যাবহ হচ্ছে। দ্রুত ব্রিজটি সংস্কারের দাবী এলাকাবাসীর। [৩] জানা গেছে, ২০০৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ গাজীপুর নদীতে হাজিবাড়ী সংলগ্ন আয়রণ ব্রিজ নির্মাণ করে। নির্মাণের ১২ বছরের মাথায় ব্রিজটির মাঝখানের অংশ কিছুদিন পূর্বে ভেঙ্গে নদীতে পড়ে। [৪] এ ব্রিজটি দিয়ে আঠারগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী, মধ্য সোনাখালী, উত্তর সোনাখালী, ইউনিয়ন পরিষদ, সোনাখালী স্কুল এন্ড কলেজ, উত্তর গাজীপুর এবং কুকুয়া ইউনিয়নের কুকুয়া হাট এলাকার প্রায় ১৫ হাজার মানুষ উপজেলা সদরের সাথে চলাচল করে থাকে। [৫] উপজেলা প্রকৌশলী মোঃ আল মামুন বলেন, ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় দু ইউনিয়নের লোকদের চলাচল করতে পারছে না। বিষয়টি উদ্ধতন কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, এলাকা পরিদর্শন করেছি। ৭ গ্রামের ১৫ হাজার মানুষ যাতে দুর্ভোগ পোহাতে না হয় সেই ব্যবস্থা নেয়া হচ্ছে। The post [১] আমতলীতে ব্রিজ ভেঙ্গে ২ ইউনিয়নের ১৫ হাজার লোকের চলাচল ব্যাহত appeared ...