[১] আবুধাবিতে রেমিট্যান্স যোদ্ধা অকাল মৃত্যু
ওবায়দুল হক মানিক: [২] সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিত মোছাফ্ফাহ নিজ কর্মস্থলে সোমবার (২১ জুন) সকালে ৬টায় হার্ট অ্যাটাক এক রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয় (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। [৩] তিনি চট্টগ্রাম রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের ৪নং ওয়ানডে লালমিয়া শাহ পাড়ার হাজী আজমত আলী বাড়ির আজাদ ফজলুল হকের ছোট ছেলে ফরহাদ মাসুদ। তিনি সংযুক্ত আরব আমীরাতের আবুধাবীতে ভাগ্য পরিবর্তনের আশায় ৮ মাস আগে পাড়ি জমায়। কিন্তু তার ভাগ্য পরিবর্তন হলো না। সম্পাদনা: হ্যাপি The post [১] আবুধাবিতে রেমিট্যান্স যোদ্ধা অকাল মৃত্যু appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .