[১] আফগানিস্তানে ১০ মাইন উদ্ধারকর্মীকে গুলি করে হত্যা
রাকিবুল আবির: [২] আফগানিস্তানের বাঘলান প্রদেশে হালো ট্রাস্ট সংগঠনের ১০ কর্মীকে গুলি করে হত্যা করে জঙ্গীরা। সারাদিন একটি মাঠের মাইন নিরসন করে সন্ধ্যায় কর্মীরা ফেরার পর হালো ট্রাস্টের কম্পাউন্ডে এ হত্যাকান্ড চালানো হয়। বিবিসি নিউজ [৩] জঙ্গী সংগঠন ইসলামিক স্টেইট (আইএস) এই হত্যাকান্ডের দায় স্বীকার করে। এর আগে ঘটনার দায় চাপানো হয়েছিল তালেবানের ওপর। তবে তালেবান তা অস্বীকার করে। [৪] হালো ট্রাস্টের সিইও জেমস কোয়ান দাবি করেন, এ ঘটনায় তালেবানের সহযোগিতা রয়েছে। [৫] অন্যদিকে, টেলিগ্রামের মাধ্যমে আইএস জানিয়ে দেয়, এ হত্যাকান্ড তারাই চালিয়েছে এবং এর দায়ভারও তারা বহন করবে। [৬] গত ১ মে যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহারের ঘোষণার পর থেকেই দেশটিতে সহিংসতা বেড়েছে। আফগান সরকার ও তালেবানের একটি শান্তি চুক্তির পরই প্রস্থান করছে বিভিন্ন দেশের সেনা। সম্পাদনা: রাশিদ The post [১] আফগানিস্তানে ১০ মাইন উদ্ধারকর্মীকে গুলি করে হত্যা appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .