Posts

Showing posts with the label [১] আদমদীঘিতে খালের পানি থেকে চোরাই ব্যাটারিচালিত ইজিবাইক উদ্ধার

[১] আদমদীঘিতে খালের পানি থেকে চোরাই ব্যাটারিচালিত ইজিবাইক উদ্ধার

Image
বগুড়া প্রতিনিধি : [২] বগুড়ার আদমদীঘিতে একটি খালের পানির নিচে ডুবে রাখা চোরাই ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার ইন্দইল খালে ছোটআখিড়া ব্রিজের নিচে থেকে টমটমটি উদ্ধার করা হয়। চোরেরা টমটমের ব্যাটারি খুলে নিয়ে বডিটি খালে ফেলে রেখে যায়। [৩] গত ১৬ মে রোববার সকাল ১০টায় আদমদীঘির ইন্দইল খালের ছোটআখিড়া ব্রিজের পাশে খালের পানিতে প্রায় ভাসমান অবস্থায় একটি ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) জনতা দেখতে পেয়ে থানা পুলিশের নিকট খবর দেন। পরে পুলিশ স্থানীয় বাসিন্দাদের সহযোগীতায় টমটমটি খাল থেকে ডাঙ্গায় তোলা হয়। [৪] টমটমে থাকা ব্যাটারি ও ইঞ্জিনের যন্ত্রাংশ চুরি করে বডিটি খালের পানিতে ফেলে রেখে যায়। ওই ইজিবাইকের নম্বর প্লেটে ইউনিয়ন পরিষদের দেয়া লাইসেন্সে দেখা যায়, নওগাঁ জেলার মান্দা উপজেলার ৫নং গণেশপুর ইউনিয়ন পরিষদের লাইসেন্স নম্বর ০৪৯। [৫] আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান , প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে মান্দা থেকে চুরি যাওয়া ইজিবাইকটি আদমদীঘির উল্লেখিত স্থানে নিয়ে গাড়িটির ব্যাটারি ও মূল্যবান যন্ত্রাংশ চোরেরা চুরি করে নিয়ে বডিটি খালের পানিতে ফেলে রেখে যায়। উদ্ধার করা ...