Posts

Showing posts with the label [১] আগামী জুলাইয়ে ব্লু -অরিজিনের রকেটে মহাকাশে যাচ্ছেন বেজোস

[১] আগামী জুলাইয়ে ব্লু -অরিজিনের রকেটে মহাকাশে যাচ্ছেন বেজোস

Image
আখিরুজ্জামান সোহান:  [২] বিশ্বখ্যাত ই-কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জেফ বেজোস তার ভাইকে নিয়ে প্রথম মহাকাশে যাচ্ছেন। বেজোসের মহাকাশ কোম্পানি ব্লু অরিজিনের প্রথম মানববাহী মহাকাশ ফ্লাইটে সওয়ার হবেন তারা। আগামী ২০ জুলাই ফ্লাইটটি পরিচালিত হবে। সোমবার (৭ জুন) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। [৩] প্রতিবেদনে বলা হয়, এই ফ্লাইটের আরো একটি সিট নিলাম করছে। সংস্থাটি যাত্রীদের পৃথিবীর উপরিভাগ থেকে ১০০ কিলোমিটার (৬২ মাইল) ওপরে নেওয়ার পরিকল্পনা করেছে। ছয় বার্থের এই ক্যাপসুলটি প্যারাসুটের মাধ্যমে পৃথিবীতে ফিরে আসবে। [৪] এদিকে ফ্লাইটে ভাইকে নিয়ে যাওয়ার বিষয়টি বেজোস নিজের ইনস্টাগ্রামে জানিয়েছেন। তিনি লিখেছেন, ২০শে জুলাই আমি আমার ভাইয়ের সাথে সেই যাত্রা করব। আমার সবচেয়ে ভাল বন্ধুর সাথে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। আমার বয়স যখন পাঁচ বছর তখন থেকেই আমি মহাকাশে ভ্রমণের স্বপ্ন দেখেছিলাম। The post [১] আগামী জুলাইয়ে ব্লু -অরিজিনের রকেটে মহাকাশে যাচ্ছেন বেজোস appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .