Posts

Showing posts with the label [১] আইপিএলে ১০ বছর আগের প্রাপ্য টাকা পাননি অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রাড হজ

[১] আইপিএলে ১০ বছর আগের প্রাপ্য টাকা পাননি অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রাড হজ

Image
স্পোর্টস ডেস্ক : [২] বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। ভারত এবং বিদেশের সেরা ক্রিকেটাররা এই টুর্নামেন্টের অংশ হতে পেরে গর্বিত হন। বিশ্ব ক্রিকেট বদলে গিয়েছিল এই টুর্নামেন্টের হাত ধরে। আইপিএল মানেই বিশাল অর্থ, গ্ল্যামার এবং মনোরঞ্জনের ছড়াছড়ি। পেমেন্ট সমস্যা নিয়ে আজ পর্যন্ত কাউকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়নি। চুক্তি অনুযায়ী ক্রিকেটাররা নিজেদের টাকা পেয়ে গিয়েছেন সব সময়। অন্তত এই ব্যাপারে আইপিএলের দুর্নাম ছিল না। [৩] কিন্তু এবার সেই সুনামে আঘাত লাগলো। শুনতে আশ্চর্য হলেও এটাই সত্যি। ১০ বছর আগের প্রাপ্য টাকা পাননি ব্রাড হজ। ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। দশ বছর আগে আইপিএল-এ কোচি টাস্কার্স কেরলের হয়ে খেলেছিলেন ব্র্যাড হজ। তবু এখনও প্রাপ্য অর্থ পাননি বলে দাবি করলেন তিনি। ২০১১ সালে আইপিএল-এ যোগ দেয় কোচি টাস্কার্স। সেই দলে ছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার হজ। এক বছর খেলার পরেই আর্থিক কারণে কোচিকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়। [৪] হজ টুইট করে লেখেন,কোচি টাস্কার্সের হয়ে খেলা ক্রিকেটারদের এখনও ৩৫ শতাংশ টাকা বাকি রয়েছে। দশ বছর হয়ে গিয়েছে। বিসিসিআই কি বলতে পারবে এই টাকা কোথায়? সেবার...