[১] অবশেষ বিয়েটা সেরেই ফেললেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম জাম্পা
স্পোর্টস ডেস্ক : [২] বিয়ে করলেন অ্যাডাম জাম্পা। তার বিয়ের ছবি হল ভাইরাল। এর আগে করোনাভাইরাসের কারণে একবার নয়, দু’বার তাদের বিয়ে পিছিয়ে গিয়েছিল। লকডাউনের কারণেই জাম্পাকে তার বিয়ের পরিকল্পনা স্থগিত রাখতে হয়েছিল। গত আইপিএল শেষ হওয়ার পর থেকেই তার বিয়ে করার কথা। কিন্তু করোনার কারণে বার বার পিছিয়ে গেছে। [৩] জাম্পার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তারই বিয়ের দায়িত্বে থাকা এক বিবাহ আয়োজক সংস্থা। তাদের থেকেই জাম্পার বিয়ের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। – হিন্দুস্তানটাইমস The post [১] অবশেষ বিয়েটা সেরেই ফেললেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম জাম্পা appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .