Posts

Showing posts with the label [১ নিউ ইয়র্কে জর্জ ফ্লয়েডের ভাষ্কর্য সরিয়ে ফেলল কট্টর বর্ণবাদী গোষ্ঠী

[১ নিউ ইয়র্কে জর্জ ফ্লয়েডের ভাষ্কর্য সরিয়ে ফেলল কট্টর বর্ণবাদী গোষ্ঠী

Image
সাখাওয়াত হোসেন: [২] যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জর্জ ফ্লয়েডের একটি ভাষ্কর্য উন্মোচন করার এক সপ্তাহ যেতে না যেতেই এমন বিদ্বেষপূর্ণ কাজ করলো দেশটির নব্য নাজি গ্রুপ। এছাড়া ভাষ্কর্যটি সরিয়ে সেখানে তাদের নামও লিখে দিয়েছে গ্রুপটি। এ গ্রুপটির নাম প্যাটরিয়ট ফ্রন্ট। এদেরকে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী হেইট গ্রুপ হিসেবে চিহ্নিত করা হয়। ইয়ন [৩] এর একদিন আগে জর্জ ফ্লয়েডের নিউ জার্সির আরেকটি ভাষ্কর্য সরিয়ে ফেলা হয়েছিলো। সেটিও এই গ্রুপের কাজ ছিলো বলে ধারণা করা হচ্ছে। পুলিশ বলছে, ভাষ্কর্য আক্রমণের বিষয়টি তারা তদন্ত করে দেখছে। মূলত ফ্লয়েডকে গলা চিপে হত্যাকারী পুলিশ কর্মকর্তা ডেরেক চভিনকে আদালত সাড়ে ২২ বছর জেল দেওয়ার পরে ক্ষিপ্ত হয়ে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী গ্রুপটি এমনটি করেছে। [৪] এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিউ ইয়র্কের গভর্নর এ্যান্ড্রো কুমো এক টুইট বার্তায় বলেন, আমি স্পষ্ট বুঝতে পারছি, এটি নব্য নাজি গ্রুপেরই কাজ, আমি এই ঘটনা তদন্তে হেইট ক্রাইম টাস্ক ফোর্সকে আহবান জানাচ্ছি। The post [১ নিউ ইয়র্কে জর্জ ফ্লয়েডের ভাষ্কর্য সরিয়ে ফেলল কট্টর বর্ণবাদী গোষ্ঠী appeared first on বিডি২৪টাইম.কম | BD24TIME.COM .