নববর্ষে জবি ক্যাম্পাসে হবে বৈশাখী মেলা
ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবারে জাঁকজমকভাবে আয়োজিত হতে যাচ্ছে বৈশাখী মেলা। বৃহঃষ্পতিবার(২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বার্তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ক্যাম্পাসে একটি বৈশাখী মেলার আয়োজন করেছে। মেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্দিষ্ট সংখ্যক স্টল বা দোকান বরাদ্দ দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের বাইরের আগ্রহী সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এই মেলায় স্টল বা দোকান বরাদ্দ নেয়ার জন্য আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, যারা আবেদন করতে আগ্রহী তাদের ১০ এপ্রিল তারিখের মধ্যে নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে। নিবন্ধন ফর্ম ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে স্টল বরাদ্দের আবেদন করতে শিক্ষার্থীদেরকেও বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট এই দাবি উত্থাপন করেন। এতে অন্যান্য ছাত্র প্রতিনিধিরা একাত্মতা পোষণ করেন।
The post নববর্ষে জবি ক্যাম্পাসে হবে বৈশাখী মেলা appeared first on দৈনিক আমার বাংলাদেশ.
Comments
Post a Comment