খোকসা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবিব স্যার এর মৃত্যুতে শোকের ছায়া
মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ
খোকসা সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আহসান হাবিব (তারা) স্যার আর নেই। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগে অবশেষে আজ সন্ধ্যা আনুমানিক ৮:৪৫ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই খোকসা কলেজসহ পুরো শোকের ছায়া। শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী তার এমন অকাল বিদায়ে গভীর শোক প্রকাশ করেছেন।
অহসান হাবিব স্যার দীর্ঘদিন ধরে খোকসা সরকারি কলেজের সমাজকর্ম বিভাগকে দক্ষতার সাথে পরিচালনা করেছেন। তিনি ছিলেন ছাত্রদের প্রিয় শিক্ষক এবং সহকর্মীদের কাছেও অত্যন্ত শ্রদ্ধাভাজন। তার স্নেহ, অনুপ্রেরণা এবং পড়ানোর ব্যতিক্রমী ধরণ শিক্ষার্থীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
জানাজার সময় ও দাফনের স্থান এখনো নির্ধারণ হয়নি। তার পরিবার জানিয়েছে, বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।
মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময় সহ্য করার শক্তি দিন।
The post খোকসা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবিব স্যার এর মৃত্যুতে শোকের ছায়া appeared first on দৈনিক আমার বাংলাদেশ.
Comments
Post a Comment