দেশের সবচেয়ে বড় পাঞ্জাবি-জুব্বার মার্কেট চট্টগ্রামের হাটহাজারী
আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
বাংলাদেশের সবচেয়ে বড় মাদরাসা দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে দেশের বৃহত্তম পাঞ্জাবি-জুব্বার মার্কেট। এই বাজারে দেশি-বিদেশি কাপড়ের বিপুল সমাহার থাকায় সারা দেশ থেকে বিশেষ করে রমজানের আগে মানুষের ঢল নামে।
হাটহাজারীর পাশাপাশি ফটিকছড়ির বাবুনগর মাদরাসা নানুপুর মাদরাসা নাজিরহাট বড় মাদরাসা নাজিরহাট আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা গহরিয়া সুন্নিয়া মাদরাসা চারিয়া মাদরাসা সহ অসংখ্য প্রতিষ্ঠানও এই কাপড়ের বাজারের প্রসার ঘটিয়েছে।
ফলে চট্টগ্রামের হাটহাজারী ফটিকছড়ি রাউজান ও রাঙ্গুনিয়া এই চার উপজেলাকে দেশের সবচেয়ে বেশি মাদরাসার এলাকা বলা হয়
এই বাজারে পাওয়া যায় দেশি ও আন্তর্জাতিক মানের কাপড় যার মধ্যে রয়েছে রেমন্ড শাটন সিকুয়েন্স খাদি আদ্দি জুব্বার ভিয়েতনামি গ্রেস টরে পাকিস্তানি ও ইন্ডিয়ান কাপড়।
এছাড়া বিভিন্ন ডিজাইনের রেডিমেড পাঞ্জাবি ও জুব্বার ব্যাপক চাহিদা রয়েছে।
হাটহাজারী উপজেলা পরিষদ জেলা পরিষদ মার্কেট ও এস.আন শপিং সেন্টারে রয়েছে শত শত কাপড়ের দোকান ও টেইলার।
জনপ্রিয় টেইলরদের মধ্যে রয়েছে ঢাকা টেইলার রাজধানী টেইলার জামিয়া টেইলার আজিজিয়া টেইলার আল আমিন টেইলার তালুকদার টেইলার জেনিফ শপ আলিফ টেইলার আন নূর টেইলার।
এরাবিয়ান ডিজাইন জুব্বার সেলাই মূল্য ১০০০ থেকে ১২০০ টাকা এবং সাধারণ জুব্বার সেলাই মূল্য ৭০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত নেওয়া হয়।
রমজানের আগে থেকে তারাবির নামাজের পর শুরু হয় কেনাকাটার ধুম যা চলে সাহরি পর্যন্ত। এই বাজারকে কেন্দ্র করে আশপাশের গলিগুলোতে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ বিরিয়ানি পুসকা ও রং চায়ের দোকান।
হাটহাজারীর পর চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা জামে মসজিদ মার্কেটেও পাঞ্জাবি-জুব্বার জন্য বিশেষ বাজার রয়েছে। তবে হাটহাজারীর বাজারই দেশের সবচেয়ে বড় এবং প্রসিদ্ধ পাঞ্জাবি-জুব্বার কাপড় ও টেইলারের মার্কেট হিসেবে খ্যাত।
The post দেশের সবচেয়ে বড় পাঞ্জাবি-জুব্বার মার্কেট চট্টগ্রামের হাটহাজারী appeared first on দৈনিক আমার বাংলাদেশ.
Comments
Post a Comment