বাজার করে বাড়ি ফেরার পথে ট্রাক্টর চাপায় প্রাণ গেল কলেজ শিক্ষকের
মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইটবাহী ট্রাক্টরচাপায় হাসিবুল হাসান বুলবুল (৫০) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার জামালপুর বাজার সংলগ্ন আঁখ সেন্টারের সামনে জামালপুর-বালিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। নিহত হাসিবুল হাসান বুলবুল জামালপুর ইউনিয়নের বাধুলীখালকুলা গ্রামের ইউসুফ শেখের ছেলে। তিনি জামালপুর ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো. মুকুল শিকদার বলেন, জামালপুর বাজারে সাপ্তাহিক হাটের দিন ছিল। বিকেল ৪টার দিকে হাসিবুল হাসান বুলবুল হাট থেকে বাজার-সদাই করে মোটরসাইকেল নিয়ে বাধুলীখালকুলা গ্রামে নিজ বাড়ি ফিরছিলেন। বাজারের কাছেই আঁখ সেন্টারের সামনে পৌঁছালে পেছন থেকে স্থানীয় ইটভাটার একটি ইটবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, ট্রাক্টরচাপায় কলেজ শিক্ষকের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।
The post বাজার করে বাড়ি ফেরার পথে ট্রাক্টর চাপায় প্রাণ গেল কলেজ শিক্ষকের appeared first on দৈনিক আমার বাংলাদেশ.
Comments
Post a Comment